ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমুহঃ
১। অনলাইন আবেদন পত্রের কপি (আবেদন পত্রের লিঙ্ক https://www.epassport.gov.bd )
২। অনলাইন জন্ম সনদের কপি/এন এই ডি কপি
৩। পুরাতন এমআরপি পাসপোর্টের কপি
৪। ওরিজিনাল এম আর পি পাসপোর্ট (ওরিজিনাল পাসপোর্ট না থাকলে পাসপোর্ট হারানোর পুলিশ রিপোর্টের মুল কপি)
৫। আবেদন ফী জমাদানের মুল রসিদ।
৬। নুতন করে বিবাহিত ( Married) সংযুক্ত করতে হলে স্পাউজ (Spouse) এর অনলাইন জন্ম সনদের কপি/এন এই ডি কপি এবং বিবাহিত সনদের কপি।
৭। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে 2L সাইজের রঙ্গিন( ল্যাব প্রিন্ট White(সাদা)/ Gray ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
বিঃ দ্রঃ এম আর পি এবং অনলাইন জন্ম সনদের তথ্য একই হতে হবে।
ই-পাসপোর্টের ফিঃ
ধরণ |
পাতা |
মেয়াদ |
ফি |
সাধারণ |
৪৮ পাতা |
৫ বছর |
১৭,০০০ ইয়েন |
৪৮ পাতা |
১০ বছর |
২১,০০০ ইয়েন |
|
শিক্ষার্থী |
৪৮ পাতা |
৫ বছর |
৫,০০০ ইয়েন |
৪৮ পাতা |
১০ বছর |
৮,৫০০ ইয়েন |
দূতাবাসের একাউন্ট নাম্বারঃ
Account Name : Embassy of Bangladesh Tokyo Consular
Bank Name : Mitsubishi UFJ Bank (MUFJ)
Branch Name : Kojimachi (Code: 616)
Type of account : Ordinary Bank Account (Futsuu)
Account Number : 0393471