(নবজাত/ ৫ বছরের কম বয়সী শিশুদের নতুন পাসপোর্ট)
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১) অনলাইনে পূরনকৃত আবেদনপত্র। (অনলাইন আবেদনের ওয়েবসাইট) www.passport.gov.bd
২) জাপানের হাসপাতাল কর্তৃক প্রদত্ত জন্ম তথ্য সনদ অথবা সিটি অফিস কর্তৃক প্রদত্ত জুরি সমেনশো’র কপি।
৩) বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বাচ্চার ডিজিটাল/অনলাইন জন্মসনদের কপি।
৪) বাচ্চার 2L–সাইজের ১ কপি ছবি (ফেইস ফোকাসড। চোখ খোলা, ক্যামেরার দিকে তাকানো অবস্থায়, সাদা ব্যাকগ্রাউন্ড)
৫) বাচ্চার ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি। (ফেইস ফোকাসড। চোখ খোলা, ক্যামেরার দিকে তাকানো অবস্থায়, সাদা ব্যাকগ্রাউন্ড)
৬) পিতা-মাতার ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি।
৭) পিতা ও মাতার পাসপোর্টের অনুলিপি।
৮) পিতা, মাতা এবং বাচ্চার জাইরু কার্ডের অনুলিপি।
৯) টাকা জমা দেয়ার প্রকৃত রশিদ
আপনি দূতাবাসে না এসেও ডাক যোগে সকল প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসের ঠিকানায় পাঠাতে পারেন। তবে এক্ষেত্রে ডাক যোগে প্রেরনের পূর্বে ছবিসহ সকল কাগজপত্র দূতাবাসে ইমেল (consular.bdembjp@mofa.gov.bd) করুন এবং দূতাবাস সবকিছু ঠিক আছে জানালে তখন আপনি একই পরিবারের হলেও প্রতি আবেদনকারীর জন্য ঠিকানা লেখা আলাদা আলাদা ফেরত খামসহ (কমপক্ষে ৬০০ ইয়েনের লেটার প্যাক) দূতাবাসে প্রেরন করুন।
আবেদনপত্রের নিচে স্পষ্টাক্ষরে আপনার ই-মেইল এড্রেস লিখুন।
আপনি নিজে এসে জমা দিতে চাইলে আগেই ইমেইলে জেনে নিন ঐ নির্দিষ্ট দিনে এসে আপনি নবজাতকের জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন কিনা।
আবেদন ফিঃ ১৮,০০০ ইয়েন
আবেদন ফি জমা দেওয়ার জন্য ব্যাংক একাউন্টঃ
Account Name |
: |
Embassy of Bangladesh Tokyo Consular |
Bank Name |
: |
Mitsubishi UFJ Bank (MUFJ) |
Branch Name |
: |
Kojimachi(Code: 616) |
Type of account |
: |
Ordinary Bank Account (Futsuu) |
Account No. |
: |
0393471 |
আবেদন ফরমের(Pdf) লিংকঃ http://www.passport.gov.bd/Reports/MRP_Application_Form[Hard%20Copy].pdf