Welcome to the Embassy of Bangladesh, Tokyo



New MRP Application

পূর্ণ বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রথম মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) 

(যারা এখন পর্যন্ত হাতে লেখা পাসপোর্ট হতে ডিজিটাল বা MRP পাসপোর্ট করাননি শুধু মাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য।)

প্রয়োজনী কাগজপত্রঃ

১. অনলাইনে পূরনকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি।  (অনলাইন আবেদনের ওয়েবসাইট)  www.passport.gov.bd

২. বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ডিজিটাল/অনলাইন জন্মসনদের কপি।

৩. পাসপোর্ট সাইজ ছবি ০১ কপি

৪. জাইরু কার্ডের কপি  

৫. পুরাতন হাতে লেখা পাসপোর্টের প্রথম ছয় (০৬) পাতার কপি।    

৬.  টাকা জমা দেয়ার প্রকৃত রশিদ 

৭. জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে)

করণীয়ঃ

১। আবেদনকারীকে অবশ্যই দূতাবাসে এসে সাক্ষাৎকার প্রদানের পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসে এসে জমা দিতে হবে। সাক্ষাৎকার প্রদানের আগে টাকা জমা দেয়ার প্রয়োজন নেই।

২। ডাক যোগে অথবা প্রতিনিধি প্রেরনের মাধ্যমে পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রথম মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) আবেদনের সুযোগ নেই। দূতাবাসে আসার আগে ই-মেইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসুন।     

মন্তব্যঃ পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট পাওয়া যাবে।

আবেদন ফিঃ ১৮,০০০ ইয়েন


(নবজাত বছরের কম বয়সী শিশুদের নতুন পাসপোর্ট)

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১) অনলাইনে পূরনকৃত আবেদনপত্র। (অনলাইন আবেদনের ওয়েবসাইট)  www.passport.gov.bd

২) জাপানের হাসপাতাল কর্তৃক প্রদত্ত জন্ম তথ্য সনদ অথবা সিটি অফিস কর্তৃক প্রদত্ত জুরি সমেনশো’র কপি।

৩) বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বাচ্চার ডিজিটাল/অনলাইন জন্মসনদের কপি।     

৪) বাচ্চার 2L–সাইজের ১ কপি ছবি (ফেইস ফোকাসড। চোখ খোলা, ক্যামেরার দিকে তাকানো অবস্থায়, সাদা ব্যাকগ্রাউন্ড) 

৫) বাচ্চার ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি। (ফেইস ফোকাসড। চোখ খোলা, ক্যামেরার দিকে তাকানো অবস্থায়, সাদা ব্যাকগ্রাউন্ড) 

৬) পিতা-মাতার ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি।

৭) পিতা ও মাতার পাসপোর্টের অনুলিপি।

৮) পিতা, মাতা এবং বাচ্চার জাইরু কার্ডের অনুলিপি। 

৯) টাকা জমা দেয়ার প্রকৃত রশিদ

আপনি দূতাবাসে না এসেও ডাক যোগে সকল প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসের ঠিকানায় পাঠাতে পারেন তবে এক্ষেত্রে ডাক যোগে প্রেরনের পূর্বে ছবিসহ সকল কাগজপত্র দূতাবাসে ইমেল (consular.bdembjp@mofa.gov.bd) করুন এবং দূতাবাস সবকিছু ঠিক আছে জানালে তখন আপনি একই পরিবারের হলেও প্রতি আবেদনকারীর জন্য ঠিকানা লেখা আলাদা আলাদা ফেরত খামসহ (কমপক্ষে ৬০০ ইয়েনের লেটার প্যাক)  দূতাবাসে প্রেরন করুন।

আবেদনপত্রের নিচে স্পষ্টাক্ষরে আপনার -মেইল এড্রেস লিখুন। 

আপনি নিজে এসে জমা দিতে চাইলে আগেই ইমেইলে জেনে নিন ঐ নির্দিষ্ট দিনে এসে আপনি নবজাতকের জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন কিনা।

আবেদন ফিঃ ১৮,০০০ ইয়েন


  বছরের বেশি বয়সী শিশুদের জন্য (MRPনবায়ন/রি-ইস্যু 

প্রয়োজনীয় কাগজপত্রঃ

 ১) পূরনকৃত এক পাতার রি-ইস্যু  আবেদনপত্র (ফর্ম-II). (অনলাইন আবেদনের ওয়েবসাইট)  www.passport.gov.bd

২. 2L–সাইজের ১ কপি ছবি (ফেইস ফোকাসড। চোখ খোলা, ক্যামেরার দিকে তাকানো অবস্থায়, সাদা ব্যাকগ্রাউন্ড)

৩. পাসপোর্ট সাইজ ছবি-০১ কপি

৪. জন্মসনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৫. জাইরু কার্ডের ফটোকপি

৬. পূর্বের MRP পাসপোর্ট-এর ২ ও ৩ নং পাতার ফটোকপি

৭) টাকা জমা দেয়ার প্রকৃত রশিদ


আবেদন ফিঃ ১৮,০০০ ইয়েন। শিক্ষার্থীদের জন্য ফি ৬০০০ ইয়েন   এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্রের মুল কপি  সংযুক্ত করতে হবে।

(পিইএচডি বা তদুর্ধদের ক্ষেত্রে এই ভুর্তকি ফি প্রযোজ্য নয়)

আবেদনকারীকে অবশ্যই দূতাবাসে এসে আবেদন পত্র জমা দিতে হবে 

ডাক যোগে অথবা তার প্রতিনিধি প্রেরনের মাধ্যমে ৫ বছরের বেশি বয়সী শিশুদের পাসপোর্ট রিইস্যুর আবেদনের সুযোগ নেই। 

দূতাবাসে আসার আগে ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। এই সংক্রান্ত কোন বিষয়ে আরও তথ্যর প্রয়োজন হলে ই-মেইল করুন। consular.bdembjp@mofa.gov.bd)


আবেদন ফি জমা দেওয়ার জন্য ব্যাংক একাউন্টঃ

Account Name

:

Embassy of Bangladesh Tokyo Consular

Bank Name

:

Mitsubishi UFJ Bank (MUFJ)

Branch Name

:

Kojimachi(Code: 616)

Type of account

:

Ordinary Bank Account (Futsuu)

Account No.

:

0393471


আবেদন ফরমের(Pdf) লিংকঃ http://www.passport.gov.bd/Reports/MRP_Application_Form[Hard%20Copy].pdf