Welcome to the Embassy of Bangladesh, Tokyo



Title
বাংলাদেশের কোভিড-১৯ এর ভ্যাক্সিন সনদকে (Vaccine Certificate) জাপান সরকার স্বীকৃতি দিয়েছে
Details

বাংলাদেশের কোভিড-১৯ এর ভ্যাক্সিন সনদকে (Vaccine Certificate) জাপান সরকার স্বীকৃতি দিয়েছে, যা আজ (২২ নভেম্বর ২০২১ তারিখ) হতে কার্যকর হয়েছে। এর ফলে, বাংলাদেশ থেকে ভ্রমণ করার অন্তত ১৪ দিন পূর্বে যারা COMIRNATY/Pfizer অথবা Vaxzevria/AstraZeneca অথবা COVID-19 Vaccine Moderna/Moderna  টিকার দুই (০২) পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, জাপানে আগমনের পর তাদের সংগনিরোধকাল (Self-quarantine Period) ১৪ দিন থেকে হ্রাস হয়ে ১০ দিন হবে। সেক্ষেত্রে, জাপানে আগমনের পর কোয়ারেন্টাইন অফিসে ভ্যাক্সিন সনদের অনুলিপি দাখিল করতে হবে এবং আগমনের ১০ তম দিনে PCR পরীক্ষা করে পরীক্ষার নেগেটিভ সনদ জমা দিতে হবে। উল্লেখ্য যে, ভারতের সেরাম ইন্সটিউটে উৎপাদিত কোভিশিল্ড (COVISHIELD)-কে অ্যাসট্রাজেনেকা হিসেবে গণ্য করা হবে।  

এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের লিংক নিম্নে দেয়া হলঃ

https://www.mhlw.go.jp/content/000857049.pdf  

Images
Attachments
Publish Date
22/11/2021