Welcome to the Embassy of Bangladesh, Tokyo



Birth registration

জন্মসনদ প্রদান 

সেবা প্রদানের পদ্ধতি:  

১) কেবলমাত্র জাপানে জন্মগ্রহণকারী বাংলাদেশী নাগরিকদের দূতাবাস হতে জন্মসনদ প্রদান করা হয় 

২) অনলাইন আবেদনের প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় কাজগপত্র দূতাবাসে জমা দিলে এ সেবা প্রদান করা হয়।  

৩) জন্মসনদের আবেদন অনলাইনে করা বাধ্যতামূলক। আবেদন অনলাইনে করা না থাকলে দূতাবাস এই বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারে না।

৪) অনলাইনে আবেদনের সময় যে ইমেল এবং ফোন নাম্বার ব্যবহৃত হয়েছে তা অবশ্যিকভাবে সংরক্ষন করতে হবে। কারণ, পরবর্তীতে জন্মসনদ পরিবর্তন করতে চাইলে ঐ একই ই-মেল এবং ফোন নাম্বার ব্যবহার করতে হবে। 

৫) এছাড়া, জাপানে জন্ম গ্রহণ করা সন্তানের জন্মসনদ বাংলাদেশ থেকে করা হলে জন্মসনদে শিশুর জন্মস্থান অবশ্যই “জাপান” উল্লেখ করতে হবে। তা না হলে শিশুর পাসপোর্টেও জন্মস্থান “জাপান” উল্লেখ করা সম্ভব হবে না। এরুপ ক্ষেত্রে জাপানে শিশুর জন্য অনান্য কাগজপত্র তৈরিতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: 

১) অনলাইন আবেদনের প্রিন্ট কপি

২) পিতা-মাতার অনলাইন জন্মসনদের কপি

৩) পিতা-মাতার পাসপোর্টের কপি

৪) হাসপাতাল/সিটি অফিস থেকে প্রদত্ত বার্থ রেজিস্ট্রেশনের কাগজ

৫) পারিবারিক সনদ (Family Certificate)

৬) টাকা জমা দেয়ার প্রকৃত রশিদ

সেবা মূল্য:  ২৫০ ইয়েন

সেবার সময়সীমা: আনুমানিক ৩০ দিন

জন্মসনদ সংশোধন

সেবা প্রদানের পদ্ধতি:  বাংলাদেশ দূতাবাস, জাপান থেকে পূর্বে জন্মসনদ নিয়ে থাকলে তা সংশোধনের আবেদন করলে এ সেবা দেয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র: 

১) পাসপোর্টের অনুলিপি

২) জন্ম সনদের অনুলিপি

৩) যে পরিবর্তন চান তার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র

৪) টাকা জমা দেয়ার প্রকৃত রশিদ

সেবা মূল্য:   ৫০০ ইয়েন

সেবার সময়সীমা: আনুমানিক ০৭ দিন