Welcome to the Embassy of Bangladesh, Tokyo



WEWB Membership

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের সুযোগ প্রদান করেছে। অনলাইন ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আজই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করুন এবং নিজের ও  পরিবারের জন্য সরকারি নানাবিধ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করুন।

সদস্যপদ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ

১। পূরণকৃত আবেদনপত্র

২। ওয়ার্ক পারমিট/ আইডি/রেসিডেন্স কার্ড/ভিসা এর ফটোকপি

৩। পাসপোর্ট এর ফটোকপি

৪। পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি

৫। সদস্য ফি হিসেবে ৫০০০ (পাঁচ হাজার) জাপানিজ ইয়েন জমাদানের রিসিট (রসিদ)

 অনলাইন ফরম পূরণের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ

http://member.wewb.gov.bd/wewbm/createnewMemberHomeAll

প্রত্যেক সদস্য ও তার পরিবারের জন্য প্রদত্ত সরকারি সুবিধাসমূহ জানতে সংযুক্ত pdf ফাইল দেখুন।

সদস্য হতে নিম্নবর্ণিত Account-এ সদস্য ফি জমা দিন

 Account Name    : WELFARE FUND FOR BANGLADESHI

                              WAGE EARNERS IN JAPAN

 Bank Name      : Bank of Tokyo-Mitsubishi UFJ

 Branch         : Meguroekimae

 Account Number  : 0746699


সদস্যপদ গ্রহণের জন্য যোগাযোগ করুন

শ্রম কল্যাণ উইং

বাংলাদেশ দূতাবাস, টোকিও, জাপান

+81 03 3234 5801 (ex. 201)

+8180 7004 1971